প্রচ্ছদ

       সমীর ম্যাজিক শপে আপনাদের স্বাগতম। এটি বাংলাদেশে প্রথম ভিডিও কনফারেন্স অনলাইন ম্যাজিক ট্রেইনিং একাডেমি এবং ম্যাজিক শপ্ । তবে এটি শুধু ম্যাজিক শপ্ না বরং ম্যাজিক জ্ঞান ও ম্যাজিক শেখার বড় প্লাটফর্ম । ম্যাজিক শেখার উপর বাংলা ওয়েব সাইট এবং অনলাইন ম্যাজিক একাডেমির আইডিয়া বাংলাদেশে প্রথম আমার মস্তিস্ক প্রসূত । তাই নতুন এই আইডিয়া যদি আপনার একটুও কাজে লাগে,ভালোবাসায় বাধিত করবেন । ভিডিও দেখে প্রোডাক্ট পছন্দ করতে প্রোডাক্টের উপর ক্লিক করুন …………(সমীর)

অতি সাম্প্রতিক যুক্ত হওয়া নতুন ম্যাজিক :

♥  নতুন যুক্ত হওয়া ম্যাজিক :

     ছোট ছোট ম্যাজিক ইন্সট্রুমেন্ট দিয়ে দর্শকের কাছে থেকে যে ম্যাজিক গুলো দেখানো হয় তাকে ক্লোজ আপ (Close Up Magic) ম্যাজিক বলে । আমি এখানে ক্লোজ আপ ম্যাজিক কে দুই ভাগে করেছি, ১. কমোন প্রথমিক লেভেল ক্লোজ আপ ম্যাজিক ২. এডভান্স লেভেল ক্লোজ আপ ম্যাজিক । কমোন প্রাথমিক লেভেলের ম্যাজিক গুলো সচরাচর দেখা যায় আর এডভান্স লেভেলের ম্যাজিক গুলো একটু আনকমন , প্রাকটিস লাগে এবং অপেক্ষাকৃত ভাল মানের ম্যাজিক ।

১. প্রাথমিক লেভেল ক্লোজ আপ ম্যাজিক :

  • প্রথমিক লেভেল ক্লোজআপ ম্যাজিক গুলোর ভিতর নিচের ম্যাজিক গুলো ছোটরা সহজে বুঝে থাকে ও পছন্দ করে থাকে,তবে বড়দেরও কিন্তু ম্যাজিক ‍গুলো দেখানো যায় । ছোটদের গিফট্ দেওয়ার জন্য বা দেখানোর জন্য নিচের ম্যাজিক গুলো যথেষ্ট ভাল :

পাজেল ম্যাজিক (Puzzle Magic) :

যে ক্লোজআপ ম্যাজিক গুলোতে দর্শককে কোন সমস্যার সমাধান করতে বলা হয় এবং এর ম্যাজিক্যাল একটা সমাধান থাকে সেই ম্যাজিক গুলো কে পাজেল ম্যাজিক (Puzzle Magic) বলে । গণিত ও  ধাধাঁ টাইপের ম্যাজিক যারা পছন্দ করে তাদের জন্য নিচের পাজেল ম্যাজিক গুলো : 

২. এডভান্স লেভেল ক্লোজ আপ ম্যাজিক :

মেন্টালিজম (Mentalism) :

যে ম্যাজিক গুলো তে দৃশ্যমান মানসিক শক্তি/চিন্তা শক্তি ব্যবহার করে ভবিষ্যতের কথা আগেই বলা যায় (প্রেডিকশন-Prediction) বা কারো চয়েজ বলা যায় সে ম্যাজিক গুলোকে মেন্টাল ম্যাজিক(Mentalism) বা থট রিডিং (Thought Reading) ম্যাজিক বলে । 

ইমপ্রমপটু কনজুরিং ক্লোজআপ ম্যাজিক  (Impromptu Conjuring close up magic):

যে ম্যাজিক গুলো দেখাতে বেশি আগাম প্রস্তুতি দরকার হয়না বেশি সাজ সরন্জাম দরকার হয় না যখন তখন দেখানো যায় সেই ম্যাজিক গুলোকে  mpromptu conjuring বলে ।

আরো ক্লোজ আপ ম্যাজিক প্রোডাক্ট দেখতে এখানে ক্লিক করুন….. See More….

     ম্যাজিশিয়ানদের মধ্যে ধারনা ,তাসের ম্যাজিক না জানলে নাকি যাদুকরই হওয়া যায় না । তাই ছোট বড় সকল ম্যাজিক শো তে তাসের ম্যাজিক অবশ্যই থাকে । যাদুকর হাওয়ার্ড থর্সটন (Howard Thurston) কে তাসের রাজা বলা হয় । আমি ছন্দ করে মাঝে মাঝেই বলি

“যত দিকে যাই, তত নতুন পাই,

তাসের ম্যাজিকের দেশ নাই,

তাসের ম্যাজিকের শেষ নাই” ।

কলেজে থাকতে  আমার জানা তাসের ম্যাজিকের লিস্ট করেছিলাম,২০০ পার হয়ে গিয়েছিল .. এখন আর লিস্ট করিনা .. তাসের ম্যাজিক প্রধাণত দুই ভাবে হয় ১. সাধারণ খেলার তাসের ম্যাজিক আর ২. স্পেশাল কার্ড বা সাথে এক্সট্রা ইন্সট্রুমেন্ট দিয়ে ম্যাজিক । সাধারন তাসের ম্যাজিক শেখার জন্য তাসের এক্সপার্ট পেজ থেকে আমার ভিডিও গুলো দেখুন আর ইন্সট্রুমেন্ট ও গিমিক (Gimmick-কৌশল করা) কার্ড ডেকের  ম্যাজিকের জন্য নিচের প্রোডাক্ট গুলো দেখুন :

রুটিন(Routine) :

     একটা ম্যাজিক কিভাবে দেখাবো ম্যাজিকের জগতে তাকেই রুটিন বলে । যেমন, ১. কোন যাদুকর লাঠি ভ্যানিশ করে রুমাল বানিয়ে সেই রুমাল দিয়ে একটি কবুতর তৈরি করল, আবার ২. কোন যাদুকর সরাসরি একটি ‍রুমাল থেকে কবুতর তৈরি করল । দুটিই কবুতর প্রোডাকশন ম্যাজিক তবে দুজনের ‍রুটিন আলাদা । বলা যায় প্রথম জনের ‍রুটিন অপেক্ষাকৃত ভালো । তেমনি তাসের ম্যাজিকেরও রুটিন আছে,দুই তিন টা কৌশল একত্র করে একটা ভালো মানের রুটিন তৈরি করা যায় । নিচে ১০০% আমার নিজস্ব কিছু তাসের ম্যাজিকের রুটিন দিলাম ,কারো শেখার আগ্রহ হলে ,আমার সাথে যোগাযোগ করুন ।

তাসের ম্যাজিকের জন্য দরকারি কিছু উপাদান :

     কার্ড ম্যাজিকের এক্সপার্ট ম্যাজিশিয়ান হওয়ার জন্য শুধু এই ইন্সট্রুমেন্টাল কার্ড ম্যাজিক গুলো জানলেই হবে না সাধারণ তাসের ম্যাজিক,স্পেশাল কার্ডের ম্যাজিক,স্লাইড অব হ্যান্ড,বিভিন্ন Shuffling বা বিভিন্ন তত্ব যেমন Double Lift,Forcing,Glide,Glimps সহ আরো বহু কিছু জানতে হবে। সে সকল তত্ব  ও ভিডিও সিকুয়েন্স অনুযায়ী শেখার ও দেখার জন্য নিচের বাটনে ক্লিক করুন ।

কার্ড ম্যাজিক এক্সপার্ট তত্ব ও ভিডিও

    সেমি ইলুশন (Semi-Illusion) ম্যাজিক হলো মিডিয়ম ধরনের  এমন ম্যাজিক যেগুলো স্টেজ এবং ক্লোজ আপ দুই স্থানেই দেখানো যায় । এই ধরনের ম্যাজিক গুলোকে কনজুরিং (Conjuring)  বলা হয় ।

বডি লোডিং (Body Loading) :

আরো কিছু সেমি ইলুশন….

আরো সেমি-ইলুশন ম্যাজিক প্রোডাক্ট দেখতে এখানে ক্লিক করুন….. See More….

ম্যাজিকের ও ম্যাজিশিয়ানের স্বার্থে কিছু বিশেষ ম্যাজিক একটু গোপন করে রাখার প্রয়োজনীয়তা আমি অনুভব করেছি তাই এই সেকশন । যেমন কাগজ খেয়ে জোড়া অবস্থায় মুখ দিয়ে বের করার ম্যাজিক টা ধরা যাক।এটি এখনো স্টেজে ম্যাজিশিয়ানগণ দেখান । আমি যদি এখন নিচের মত চিত্র ও বর্ণনা দেই তাহলে কেমন হয় দেখেন :

উপরের উপস্থাপন থেকে সহজেই অনুমেয় যে কাগজ জোড়ার এ্ই কাজ টি হয় চিত্রের মত কাগজের Mouth Coil দিয়ে ।পরবর্তীতে Mouth Coil সার্চ দিয়ে আরো বিস্তারিত জানা সম্ভব । এতে ক্ষতি হল সাধারন দশর্ক খুব সহজেই ম্যাজিক টি জেনে গেল । ম্যাজিশিয়ান জানলে ক্ষতি নেই কিন্তু সবাই এভাবে জানলে ক্ষতি। একজন  প্রকৃত ম্যাজিশিয়ান যখন অন্য একজন ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে তখন চেষ্টা্ করে যেন  তিনি আরো ভাল করে ম্যাজিক টি  দেখাতে পারে  কিন্তু  যে অল্প জানে সে বাহাদুরি নেওয়ার জন্য আনন্দ নষ্ট করে । এজন্য আমি এই বিশেষ ম্যাজিক গুলো নিচের মত  করে দিব এবং ভিডিও থাকবে  একটি স্টেজ শো ’র পুরোটা যেখান থেকে বিশেষ ম্যাজিক টি খুঁজে নিতে হবে ।

     ইলুশন (Illusion) বলতে স্টেজ বা বড় পরিসরে দেখানোর মত বড় ম্যাজিক গুলোকই বোঝায় । ম্যাজিক আসলে প্রাকটিক্যাল একটা বিষয় । ক্লোজআপ ও সেমি-ইলুশন ম্যাজিক গুলো অনলাইনে শেখানো সম্ভব হলেও ইলুশন ‍গুলো সম্ভব নয়। তাছাড়া এটি প্রফেশনাল ম্যাজিশিয়ানদের জন্য, এমেচার (Amateur – শখের ম্যাজিশিয়ান ) দের জন্য নয় এবং এটি ব্যয়বহুলও বটে । তারপরও যদি কারও ইলুশন যন্ত্র প্রয়োজন হয় আলোচনা সাপেক্ষে যে কোন ইলুশন যন্ত্রপাতি দেওয়া যাবে । ইলুশন ম্যাজিক যেহুতু প্রফেশনাল ব্যাপার তাই এই বিয়য়ে অধিকতর গোপনীয়তা সবার আগে প্রযোজ্য । তাই ইলুশনের নামের সাথে কোন ছবি এখানে থাকছে না । ইলুশন সমন্ধে বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন । 

আরো ইলুশন এখানে ক্লিক করুন….. See More….
আরো বিবিধ ক্লিক করুন….. See More….

ম্যাজিশিয়ানদের ম্যাজিক দেখানোর জন্য সরাসরি ম্যাজিক প্রোডাক্ট ছাড়াও আরোও কিছু জিনিস-পত্র প্রয়োজন হয় । যেমন সিল্ক রুমাল ,এটি অনেক ম্যাজিকেই অনেক ভাবে ব্যবহার করা হয় । আবার ম্যাজিক প্রিন্টেড গলার টাই ম্যাজিশিয়ানদের অনেক পছন্দের বিষয় ।এসব নিয়েই ম্যাজিকের উপাদান……