Samir Roy

 

সমীর রায়

 সমীর রায় বাংলাশের বিশিষ্ট একজন যাদু শিল্পী । ম্যাজিকের প্রতি কতটুকু ভালবাসা আর দক্ষতা থকলে ২০০০ সালে এস. এস . সি পরীক্ষা দিয়ে ম্যাজিকের বই “নতুন কিছু ম্যাজিক শিখি ” বই টি লেখা যায় ।

এরপর এখন ২০১৭ পর্যন্ত তার  ম্যাজিক জীবন আরো পরিপক্কই হয়েছে । এর ভিতর ২০০৮ সালে ম্যাজিকের মত মজার বিষয় নিয়ে লেখেন “আড্ডা জমানোর ব্যতিক্রন জ্ঞান ”

 

২০১৭ সালে ম্যাজিকের উপর তার আর একটি বই বের হয়, নাম “ আড্ডা জমানোর ম্যাজিক ” । বলা যায়  ম্যাজিকের একটি পারফেক্ট বই , কারণ বাছাইকৃত দেখানোর মত ম্যাজিকের কৌশল গুলোই এখানে আছে ।

 


 

সমীর রায়ের ম্যাজিকের প্রতি ভালোবাসা ছিল বলেই ক্লাশ সিক্স-এ স্কুলে প্রথম  ম্যাজিক শো শুরু হয়,যা চলছেই……

 সমীর রায় একজন শখের চিত্রশিল্পী । কিছু শিল্পকাজের কিছু খন্ডচিত্র……


 


পত্রিকায় কার্টুনও আকাঁন । হাইস্কুল জীবনে আকাঁনো পত্রিকায় প্রকাশিত কিছু কার্টুন ।

 


 

 

 


সমীর রায় ১৯৮৪ সালের ২রা আগস্ট বগুড়া শহরে জন্মগ্রহণ করেন। তাঁর মায়ের নাম ঝর্ণা রায় এবং বাবার নাম বলরাম রায়।তিনি তিন বোনের একমাত্র ছোট ভাই। তার বাবা ছিলেন সরকারি চাকুরীজীবি (ভূমি প্রশাসনের তহশিলদার)।তার শিশুকাল কাটে বগুড়া শহরের মালতীনগরে। সমীর রায় যখন ক্লাস ফোরে পড়েন তখন তার বাবা সরকারি চাকুরী হতে অবসর নিয়ে বগুড়া শহরের কাছাকাছি কাহালু থানার ভালতা গ্রামে স্থায়ীভাবে সববাস শুরু করেন।  ২০০০ সালে মুরইল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাশ করেন। হাইস্কুল জীবনে তিনি ছিলেন স্কুল ফার্স্ট বয় এবং সে সময় থেকেই তিনি বাড়ীতে তার কাজ করার প্রিয় ঘর “জীবন ঘর’’ – এ বসে ম্যাজিক, ছবি আঁকা, পত্রিকায় কার্টুন আকাঁ, প্রভৃতি নিয়ে কাজ করেন। এরপর তিনি ঢাকা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট (DPI) থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং তারপর অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ADUST) থেকে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ETE)-এ বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং পাশ করেন। টেলিকম ইঞ্জিনিয়ার হিসাবে প্রথমে কর্মজীবন শুরু করেন। এরপর ২০০৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET)-এর অধীন সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র  (ঞঞঈ) এর একজন ইন্সট্রাকটর (ইলেকট্রনিক্স)হিসাবে যোগদান করে এখন পর্যন্ত কর্মরত আছেন। তিনি হাইস্কুল জীবন থেকেই পত্রিকায় কাটৃুন আঁকান এবং ২০০২ সালে প্রথম বই “নতুন কিছু ম্যাজিক শিখি’’ এবং ২০০৬ সালে তার ২য় বই আড্ডা জমানোর ব্যতিক্রম জ্ঞান’’ বই বের হয়।

সমীর রায় এর একটি ম্যাজিক শো’র খন্ডাংশ :

 

f  সমীরের ফেসবুক আইডি