ম্যাজিক্যাল থিউরি ও জ্ঞান

ম্যাজিক্যাল থিউরি ও জ্ঞান

ম্যাজিক শুধু দেখালেই হল না এর অনেক থিউরিক্যাল বিষয় জানা দরকার । যেমন দর্শক সেজে বসে থাকা যাদুকরের সহকারী কে ম্যাজিকের ভাষায় Confederate বলে । একজন ম্যাজিশিয়ান হিসাবে এরূপ সকল ম্যাজিক্যাল থিউরি জানতে হবে ।

Magic :

জাদু (magic) একটি পারফরমিং আর্ট বা পরিবেশনমূলক শিল্প। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়-উপকরণ ব্যবহার করে অসম্ভব বিভ্রম বা আপাত দৃষ্টিতে অতিপ্রাকৃত ঘটনার জন্ম দেয়ার মাধ্যমে দর্শক-শ্রোতাদের আনন্দ দেয়াই জাদু। এগুলোকে জাদুর কৌশল, বিভিন্ন ইফেক্ট বা বিভ্রম হিসেবে আখ্যায়িত করা যেতে পারে।

WIZARD উৎপত্তি হয়েছে এভাবে “WISE MENS’ ART” বা সংক্ষেপে WIZARD (যাদুকর) আবার MAGIC কথাটির উৎপত্তিও একইভাবে MAGI কথাটির অর্থ চালাক বা বুদ্ধিমান লোক (পুরোহিত বা বিজ্ঞমন্ডলী)। সুতরাং MAGIC মানে যে “বুদ্ধিমান লোকের কাজ”

♥ White and Black magic :

কৌশল করে আনন্দের জন্য যে আমাদের ম্যাজিক তাই সাদা ম্যাজিক আর অপ্রমাণীত তন্ত্র-মন্ত্রর অলৈকিক কাজ কে সাধারনত কালো ম্যাজিক বলা হয় । বাংলা তে লেখার সময় জাদু লিখলে হয়াইট ম্যাজিক আর যাদু লিখলে ব্লাক ম্যাজিক ধরা হয় ।

♥ Magician :

যে শিল্পী জাদু প্রদর্শন করেন তাকে জাদুকর বলা হয়। ইংরেজিতে তাদেরকে ম্যাজিসিয়ান বা ইল্যুশনিস্ট বলা হয়। এছাড়াও ইংরেজিতে তাদের বেশ কিছু নাম আছে। যেমন: prestidigitators (ইন্দ্রজালিক), conjurors (ভেল্কিবাজ), illusionist (মায়াজীবি), mentalists, ventriloquists (মায়াকণ্ঠী) এবং escape artists (পলায়ন শিল্পী)।

♥ Confederate :

দর্শক সেজে বসে থাকা যাদুকরের সহকারী কে ম্যাজিকের ভাষায় Confederate বলে

♥  Illusion

ইলুশন বলতে স্টেজ বা বড় পরিসরে দেখানোর মত বড় ম্যাজিক গুলোকই বোঝায় । ম্যাজিক আসলে প্রাকটিক্যাল একটা বিষয় । ক্লোজআপ ও সেমি-ইলুশন ম্যাজিক গুলো অনলাইনে শেখানো সম্ভব হলেও ইলুশন ‍গুলো সম্ভব নয়।তাছাড়া এটি প্রফেশনাল ম্যাজিশিয়ানদের জন্য এবং কিছুটা ব্যয়বহুলও বটে ।

♥  Close up magic

যে ম্যাজিক গুলো কাছে থেকে দেখানো যায় সেই ছোট ইনস্ট্রুমেন্টের ম্যাজিক গুলোকে ক্লোজ আপ ম্যাজিক বলে ।

♥  Conjuring Magic/Semi Illussion

মিডিয়াম ধরনের সেট্জ ও ক্নােজ-আপ, দুটোতেই দেখানো যায় এমন ম্যাজিক কে Conjuring Magic বলা হয় ।

♥  Mpromptu Conjuring

যে ম্যাজিক গুলো দেখাতে বেশি আগাম প্রস্তুতি দরকার হয়না বেশি সাজ সরন্জাম দরকার হয় না যখন তখন দেখানো যায় সেই ম্যাজিক গুলোকে  mpromptu conjuring বলে

♥  Hypnotism

শুধু চোখের দৃষ্টি দিয়ে যে কোন প্রাণী কে বশে রাখার বিদ্যার নাম সম্মোহন বিদ্যা  বা hypnotism.

♥  Plum

হাতের তালুতে কোন কিছুু লুকিয়ে রাখা কে পাম বলে ।

♥  Misdirection

দর্শকের চিন্তা বা মনযোগ অন্য দিকে ঘুরিয়ে এই ফাকে যাদুকরের নিজের গোপন কাজ হসিল করা কে মিসডাইরেকশন বলে ।

♥  Routine

একটা ম্যাজিক কিভাবে দেখাব তাই ‍রুটিন । যেমন কউ লাঠি ভ্যানিশ করে রুমাল বানিয়ে সেই রুমাল দিয়ে একটি কবিতর তৈরি করল এটা কবিতর তৈরি করার একটা ম্যাজিকের ‍রুটিন । আবার কেউ সরাসরি একটি ‍রুমাল থেকে কবিতর তৈরি করল ।দুটিই কবিতর প্রোডাকশন ম্যাজিক তবে দুজনের ‍রুটিন আলাদা । বলা যায় প্রথম জনের ‍রুটিন অপেক্ষাকৃত ভালো ।

♥  Puzzle Magic

ধাঁধা টাইপের ম্যাজিক গুলো কে পাজেল ম্যাজিক বলা হয় ।

♥  Production Magic

যে ম্যাজিকে ফাকা কোন জায়গা থেকে কোন কিছু তৈরি করা হয় তাই প্রোডাকশন ম্যাজিক ।

♥  Body Load 

ম্যাজিকের প্রোডাকশনের কোন কিছু যাদুকরের শরীরে লুকিয়ে রাখা কে বডি লোড বলে ।

♥  Mental magic

যে ম্যাজিক গুলো তে দৃশমান মানসিক শক্তি/চিন্তা শক্তি ব্যবহার করে ভবিষ্যতের কথা আগেই বলা যায় (প্রেডিকশন) বা কারো চয়েজ বলা যায় সে ম্যাজিক গুলোকে মেন্টাল ম্যাজিক বলে ।

♥  Comedy Magic

যে ম্যাজিক গুলোতে হাসাহাসি হয় সেই ম্যাজিক গুলো কমেডি ম্যাজিক ধরা হয় ।

♦ কার্ড ম্যাজিক সংক্রান্ত কিছু তত্ব 

♥  Double lift

এটি তাসের ম্যাজিকের একটি কথা ..এক সাথে দুটি তাস হাতে তোলা তে ডবল লিফ্ট বলে তরে দর্শক জানবে একটি তাস তোলা হল ।

♥  False Shuffle

এটি তাসের ম্যাজিকের একটি কথা .. নিজের তাস ঠিক রেখে দৃশমান সাফল বা তাস ফেটানো কে ফল্‌স সাফল বলে ।

♥ floorish

ফ্লুরিশ শব্দের বাংলা অর্থ ঝংকার , তাসের বিভিন্ন কন্ট্রোল যেমন এক হাতে তাস কাটা, এক হাত থেকে আর এক হাতে জল প্রপাতের মত তাস পার করা প্রভৃতি দৃষ্টিনন্দন কাজ কে ফ্লুরিশ বলে ।

♥ Glide

নিচের তাস ঠিক রেখে নিচ থেকে তাস টান দেওয়াকে গ্লাইড বলে । 

♥ Glimp

তাসের প্যাকেটের তলার তাস টা কৌশলে দেখে নেওয়া কে ‍গ্লিমস বলে ।

♥ Forcing 

দর্শক কে যাদুকরের ইচ্ছাধীন তাস নেওয়া বাধ্য করাকে ফোর্সিং বলে 

♥ Lever Pulm

তাসের প্যাকেটের উপরের তাস টি হাফ সেমি সামনে নিয়ে ডান হাত দিয়ে চাপ দিয়ে অলক্ষ্যে ডান হাতের তালুতে করে তাস বহন করাতে লেভার পাম বলে 

***   এই পাতা টির কাজ এখনো শেষ হয়নি  *** …………………………(সমীর রায়)